রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ফাইনালে নাদাল

ক্রীড়া ডেস্ক

ফাইনালে নাদাল

এক সময় টেনিসে পিট সাম্প্রাসের রেকর্ডটা (১৪টি গ্র্যান্ডস্লাম জয়) অস্পৃশ্যই মনে করা হতো। সেই ধারণা ভুল প্রমাণ করে সাম্প্রাসের রেকর্ড অনেক আগেই ভেঙেছেন রজার ফেদেরার (২০টি গ্র্যান্ডস্লাম জয়)। এরপর রাফায়েল নাদাল (১৮টি) এবং নোভাক জকোভিচও (১৬টি) ফেদেরারের পথ ধরে সাম্প্রাসকে ছাড়িয়ে গেছেন। এখন তো ফেদেরারের রেকর্ডটাও আর নিরাপদ নয়। রাফায়েল নাদাল বড় হুমকি হয়ে দেখা দিয়েছেন ফেদেরারের জন্য। ইউএস ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন নাদাল। সেমিফাইনালে তিনি ৭-৬ (৮/৬), ৬-৪, ৬-১ গেমে হারিয়েছেন ইতালির মাত্তেও বেরেত্তিনিকে। ফাইনালে নাদাল মুখোমুখি হবেন রাশিয়ার ড্যানিল মেদভেদেভের। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম ফাইনাল নিশ্চিত করার পথে ২৩ বছর বয়সী এ রাশিয়ান ৭-৬ (৭/৫), ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে। একদিকে প্রথমবারের মতো গ্র্যান্ডস্লাম ফাইনাল নিশ্চিত করা দিমিত্রভ। অন্যদিকে ২৭টি গ্র্যান্ডস্লাম ফাইনালে ১৮বার ট্রফি জেতা রাফায়েল নাদাল। ফাইনালে নিঃসন্দেহে নাদালই ফেবারিট। তাছাড়া অতীতে দুজনের একমাত্র সাক্ষাতে জয় পেয়েছেন নাদালই। গত রজার্স কাপে ৬-৩, ৬-০ গেমে মেদভেদেভকে হারিয়েছেন নাদাল। ১৯তম গ্র্যান্ডস্লাম জয় থেকে খুব একটা দূরে নেই নাদাল। এ স্প্যানিয়ার্ড সর্বশেষ ইউএস ওপেন জয় করেছেন ২০১৭ সালে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর