রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
অন্যান্য

কাদির ছিলেন ড্রেসিংরুমের প্রাণ

- ইমরান খান

ক্রীড়া ডেস্ক

কাদির ছিলেন ড্রেসিংরুমের প্রাণ

আবদুর কাদির খান ও ইমরান খান ছিলেন ভালো বন্ধু। তারা দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন। ইমরানের খুবই প্রিয় ছিলেন কিংবদন্তি এই লেগ স্পিনার। কাদিরের মৃত্যুর খবরে খুবই কষ্ট পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। গতকাল এক টুইটে তিনি লিখেছেন, ‘আবদুর কাদির ছিলেন সত্যিকারের এক জিনিয়াস। সর্বকালের সেরা লেগ স্পিনারদের মধ্যে একজন।’ ড্রেসিংরুমের স্মৃতি কথা বলতে গিয়ে ইমরান জানান, ‘যখন একসঙ্গে খেলেছি ওই সময়ে কাদির ছিলেন ড্রেসিংরুমের প্রাণ। কথার মাধ্যমে সবাইকে আনন্দ দিত সে। মানুষকে হাসানোর অসাধারণ ক্ষমতা ছিল তার।’

আবদুল কাদির যে কত বড় মাপের বোলার ছিলেন তা কেবল পরিসংখ্যান দেখে বোঝা সম্ভব না বলে মনে করেন ইমরান।

‘এখনকার যুগে সবাই লেগ স্পিনার বলতে শেন ওয়ার্নকে চেনেন। কিন্তু কাদির যে কি অসাধারণ এক বোলার ছিলেন তা তো আর কেবল পরিসংখ্যান দিয়ে বোঝানো যাবে না। ব্যাটসম্যানদের কাছে তিনি ছিলেন রীতিমতো এক আতঙ্ক।’

টেস্টে কাদির ২৩৬ উইকেট নিয়েছেন। তার সেরা বোলিং ফিগার ছিল ৫৬ রানে ৯ উইকেট। এখনো পাকিস্তানি বোলারদের মধ্যে টেস্টে সেরা বোলিং ফিগার তারই।

টেস্টে সর্বোচ্চ ৮০০ উইকেট নেওয়া লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরন ও দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার লেগ স্পিনার শেন ওয়ার্নও ছিলেন কাদিরের বড় ভক্ত।

সর্বশেষ খবর