রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

জার্মানির হার

ক্রীড়া ডেস্ক

গত বছর বিশ্বকাপ খেলতে পারেনি নেদারল্যান্ডস। ইউরোপিয়ান ফুটবলের এ পরাশক্তি এবার ইউরো কাপ খেলতে পারবে কি না তা নিয়েও সংশয় আছে। ইউরো কাপ বাছাইপর্বে তারা জার্মানির গ্রুপে খেলছে। তবে শুক্রবার জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে ইউরো কাপের চূড়ান্তপর্ব খেলার আশা বাঁচিয়ে রাখল। ৩ ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে তারা।

সি গ্রুপে অবশ্য শীর্ষে আছে নর্দার্ন আয়ারল্যান্ড। তারা ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট সংগ্রহ করেছে। জার্মানি ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ইউরো কাপ বাছাইপর্বে শুক্রবার জয় পেয়েছে গত বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। তারা ৪-০ গোলে হারিয়েছে স্লোভাকিয়াকে। গেরেথ বেলের দল ওয়েলস ২-১ গোলে হারিয়েছে আজারবাইজানকে। এছাড়াও অস্ট্রিয়া ৬-০ গোলে লাটভিয়াকে, স্লোভেনিয়া ২-০ গোলে পোল্যান্ডকে, বেলজিয়াম ৪-০ গোলে স্যান মেরিনোকে এবং রাশিয়া ২-১ গোলে স্কটল্যান্ডকে হারিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর