রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

একাডেমি কাপ

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংস শুরু থেকেই ফুটবলের উন্নয়নে দারুণ ভূমিকা রেখে আসছে। প্রিমিয়ার লিগে প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা। বাংলাদেশের ফুটবলে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে নানান আয়োজন করছে ক্লাবটি। এবার বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় ফুটবল সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম আয়োজন করতে যাচ্ছে অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ।

গতকাল বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ১২ সেপ্টেম্বর থেকে অ-১৪ একাডেমি কাপ টুর্নামেন্ট শুরু হবে। ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ১১টি জেলার ১২টি একাডেমি দল এতে অংশ নিচ্ছে। সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জুবায়ের বলেন, ‘যেসব একাডেমি থেকে জাতীয় দল, প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়নশিপ লিগের ফুটবলাররা অংশগ্রহণ করছে আমরা সেসব একাডেমিকেই মূলত বাছাই করেছি। যাতে তারা ফুটবলের উন্নয়নে আরও ভূমিকা রাখতে পারে।’ ১২টি দল চার গ্রুপে ভাগ হয়ে একাডেমি কাপে অংশ নিবে। চার গ্রুপের চার চ্যাম্পিয়ন খেলবে সেমিফাইনাল। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর। গতকাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ এবং সাপোর্টার্স ফোরামের সভাপতি কাজী শহিদসহ আরও অনেকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর