রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
বিশ্বকাপ বাছাইপর্ব

আফগানদের ফেবারিট মানছেন জামাল

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ ‘ই’ গ্রুপে খেলবে। প্রতিপক্ষ কাতার, ওমান, ভারত ও আফগানিস্তান। গ্রুপে ইতিমধ্যে দুটি খেলা হয়েছে। গৌহাটিতে ওমান ২-১ ভারত। অন্যদিকে দোহায় এশিয়ান চ্যাম্পিয়ন কাতার ৬-০ গোলে বিধ্বস্ত করেছে আফগানিস্তানকে। ১০ সেপ্টেম্বরে তাজিকিস্তানে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ আফগানিস্তান। নিরাপত্তার কারণে আফগানরা হোম ভেন্যু বেছে নিয়েছে তাজিকিস্তানকে। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন কাতারের কাছে বড় ব্যবধানে হারলেও আফগানিস্তান অবশ্যই শক্তিশালী। তাজিকিস্তানের ম্যাচে তারাই ফেবারিট। এমন শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জিততে হলে সেরাটাই খেলতে হবে। জামাল বলেন, আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। বিশেষ করে দুটি প্রীতিম্যাচ উপকারে এসেছে। প্রথম ম্যাচে হার দ্বিতীয়টি ড্র করেছি। ফলাফলের চেয়ে বড় ব্যাপার হচ্ছে কোচ আমাদের ভুল ত্রæটি ধরতে পেরেছেন। যা সংশোধন করেই লড়তে পারব আশা রাখি। ইউরোপে খেলা বেস কজন ফুটবলার আফগান দলে রয়েছে।

নি:সন্দেহে তারা গতিময় ফুটবল খেলে। আমাদের কৌশল খাটিয়ে খেলতে হবে। মার্চ টার্ফে সুতরাং প্রতিটি পজিশনেই জ্বলে উঠতে হবে।

বিশেষ করে বড় ম্যাচে গোলের সুযোগ কম আসে। কোনো সুযোগ হাতছাড়া করা যাবে না। কোচের নির্দেশনা মেনে খেলতে পারলে আশা রাখি জয় দিয়েই বাছাইপর্ব শুরু করতে পারব।

সর্বশেষ খবর