সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইতিহাস গড়লেন বিয়াঙ্কা

ক্রীড়া ডেস্ক

ইতিহাস গড়লেন বিয়াঙ্কা

দিন কয়েক পর ৩৮ বছর পূর্ণ হবে সেরেনা উইলিয়ামসের। ১৯৯৯ সালে যখন প্রথমবার উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে গ্র্যান্ডস্লাম জয় করেন, তখনও জন্ম হয়নি বিয়াঙ্কা আন্দ্রেস্কুর। গত জুনে ১৯ বছর পূর্ণ করা এ কানাডিয়ান দারুণ একটা রেকর্ড গড়লেন। প্রথম কানাডিয়ান হিসেবে জয় করলেন কোনো গ্র্যান্ডস্লাম শিরোপা। ফাইনালে তিনি সেরেনা উইলিয়ামসকে হারিয়েছেন ৬-৩, ৭-৫ গেমে। ক্যারিয়ারে ২৪তম গ্র্যান্ডস্লাম ট্রফি জিতে রেকর্ড গড়ার অপেক্ষাটা আরও দীর্ঘ হলো সেরেনা উইলিয়ামসের। নিজের চেয়ে প্রায় ১৮ বছরের ছোট এক মেয়ের কাছে পরাজিত হয়ে সেরেনা বলেন, ‘আমি নিজের সবটা দিয়েছি ম্যাচটা জয় করার জন্য। ম্যাচের আগে আমি প্রতিপক্ষ কে তা না দেখে নিজের প্রস্তুতিতেই বেশি জোর দিই। বিয়াঙ্কা আজ অসাধারণ টেনিস খেলেছে। ভেনাস ছাড়া ইউএস ওপেনে একমাত্র বিয়াঙ্কা জিতলেই আমি খুশি হতাম। আর সেটাই হয়েছে।’ বিয়াঙ্কা আন্দ্রেস্কু ইউএস ওপেন জিতে আরও একটা রেকর্ডের অংশীদার হলেন। ২০০৬ সালে মারিয়া শারাপোভার পর সবচেয়ে কম বয়সী হিসেবে ১৯ বছর বয়সী আন্দ্রেস্কু নিজের প্রথম গ্র্যান্ডস্লাম ফাইনালেই জিতলেন। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর