সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

টেস্ট ক্রিকেটে ৪৪ হ্যাটট্রিক

টেস্ট ক্রিকেটে ৪৪ হ্যাটট্রিক

প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ১৮৭৭ সালে। এরপর থেকে ২ হাজারের বেশি টেস্ট ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে মাত্র ৪৪টি হ্যাটট্রিক হয়েছে। টেস্টে প্রথম হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার ফ্রেড স্পোফোর্থ। ইংল্যান্ডের ১৩ জন বোলার ১৪ বার, অস্ট্রেলিয়ার ৯ জন বোলার ১১ বার, ওয়েস্ট ইন্ডিজের ৪ জন বোলার ৪ বার, পাকিস্তানের ৩ জন বোলার ৪বার, ভারতের ৩ জন বোলার ৩ বার, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের ২ জন করে বোলার ১ বার করে এবং দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের ১ জন করে বোলার ১ বার করে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন। মাত্র চার জন বোলার দুটি করে টেস্টে হ্যাটট্রিক করেছেন। অস্ট্রেলিয়ার জিমি ম্যাথুস ও হাফ ট্রাম্বল, পাকিস্তানের ওয়াসিম আকরাম এবং ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড।

সর্বশেষ খবর