সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বৃষ্টিভীতি আফগানদের

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে, কিংবা সাকিব ও সৌম্য সরকার অবিশ্বাস্য ক্রিকেট না খেললে আফগানিস্তানের জয় আটকানো অসম্ভব। গতকাল চতুর্থ দিন বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত সফরকারী আফগানরা এগিয়ে আছে ২৬২ রানে। বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পেতে তাদের চাই আর মাত্র ৪ উইকেট। সেজন্য দরকার চারটি ভালো বল। কিন্তু আজ পঞ্চম দিন জয় পেতে রশিদ খানের আফগানিস্তানের মূল বাধা বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ সারা দিনই বৃষ্টি হবে। গতকাল দিন শেষে মিডিয়ার মুখোমুখিতে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বললেও বৃষ্টি নিয়ে শঙ্কার কথা বলেন ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলা আফসার খান জাজাই।

মাত্র তৃতীয় টেস্ট খেলছে আফগানিস্তান। অভিষেক টেষ্টে ভারতের কাছে ইনিংস হারের ধাক্কা সামলে নেয় আয়ারল্যান্ডের বিপক্ষে। রশিদ খানের ঘূর্ণি জাদুতে হারায় নবাগত আয়ারল্যান্ডকে। পশতু ভাষী আফগানরা বাংলাদেশের উড়ে আসে তৃতীয় টেস্ট খেলতে। সাদা পোশাকে নবীন হলেও সাকিবদের মুখোমুখি হওয়ার আগে পরিকল্পনা করে আসে। পরিকল্পনার শতভাগ বাস্তবায়ন করে এখন দ্বিতীয় টেস্ট জয়ের ক্ষণ গুনছে রশিদবাহিনী। গতকাল মিডিয়ার মুখোমুখিতে টেস্ট নিয়ে আফসার জাজাই বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী টেস্ট জয়ের বিষয়ে। যদিও ভয় পাচ্ছি বৃষ্টি নিয়ে। তারপরও আশাবাদী জয়ের বিষয়ে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর