মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘রশিদ খান’ ছোট দলের বড় তারকা

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

রশিদ খান- ক্রিকেট বিশে^র সেরা লেগ স্পিনার। বল হাতে কতটা ভয়ঙ্কর, কতটা বিষ ছড়াতে পারেন, হাড়ে হাড়ে টের পেয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদরা। ক্যারিয়ারের তিন নম্বর টেস্ট খেলতে নেমে লেগ স্পিন, গুগলী, আর্ম বলের বিষে নীল করেছেন টাইগার ব্যাটসম্যানদের। বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান যে ২২৪ রানের পাহাড়সম ব্যবধানে জয় পেয়েছে, তার নায়ক রশিদ। বোলিংয়ে প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট। ব্যাটিংয়ে ৫১ রানের পর ২৪ রান। অধিনায়কত্বের অভিষেকে দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্সে হয়েছেন ম্যাচ সেরা। নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। সঙ্গী হয়েছেন দুই গ্রেট ক্রিকেটার ইমরান খান ও অ্যালান বোর্ডারের।

সাকিবের সঙ্গে টস করতে নেমে গড়েন সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ড। ২০ বছর ৩৫০ দিনে টস করে পেছনে ফেলেন জিম্বাবুয়ের তাতেন্ডা তাইবুকে। ওই রেকর্ডেই থেমেছিলেন না রশিদ। ব্যাটিংয়ে প্রথমে ৫১ রান। এরপর বোলিংয়ে ৫৫ রানের খরচে নেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ২৪ রান করেন দলের প্রয়োজনে। দলকে তৃতীয় টেস্টে দ্বিতীয় জয় উপহার দিতে ৪৯ রান দিয়ে তুলে নেন ৬ উইকেট। বিশেষ করে চরম উত্তেজনাপূর্ণ মুহ‚র্তে গতকাল শেষ ৭০ মিনিটের লড়াইয়ে যে বিধ্বংসী বোলিং করেন, তার তুলনায় থাকবেন তিনি নিজেই। লেগ স্পিনের বৈচিত্র্যে সাকিবদের সকল প্রতিরোধ গুড়িয়ে দেন। দুই ইনিংসে ১০৪ রানে নেন ১১ উইকেট। ১৪২ বছরের টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত তিনজন মাত্র হাফসেঞ্চুরির পাশাপাশি ১০ বা ততোধিক উইকেট নেন।

এর আগে ইমরান খান ১৯৮৩ সালে চির প"তিদ্বন্ধি ভারতের বিপে ১১১ রানের পাশাপাশি ১১ উইকেট নিয়েছিলেন। ১৯৮৯ সালে ইমরানের পাশে নাম লিখেন অষ্টে"লিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার। ওয়েস্ট ইন্ডিজের বিপে ৭৫ রানের পাশাপাশি নেন ১১ উইকেট।

রশিদ খানের আভির্ভাব ধুমকেতুর গতিতে। কোথায় থামবেন আফগান অধিনায়ক, সময় বলবে। তবে এটুকু নিশ্চিত, যাওয়ার আগে নতুন নতুন রেকর্ড গড়ে সমৃদ্ধ করবেন ক্রিকেট ইতিহাসকে।

সর্বশেষ খবর