শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ফের স্মিথের প্রতিরোধ

ক্রীড়া ডেস্ক

ফের স্মিথের প্রতিরোধ

অভিজাত অ্যাসেজে ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। ওভালে প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচ খেলছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। গতকাল ওভালে জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওয়ক্সদের সামলে প্রত্যয়ী ব্যাটিং করে দলকে টেনে নিয়ে যাচ্ছেন। দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের ২৯৪ রানের জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২২৫। ৬৯ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে স্বাগতিকরা দিন শেষ করেছে বিনা উইকেটে ৯ রান তুলে। সিরিজে একটি ডাবল সেঞ্চুরি ও দুটি সেঞ্চুরি হাঁকানো স্মিথ সাজঘরে ফিরেছেন ৮০ রানে। আগের দিন বৃষ্টিতে খেলা বন্ধ হওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ছিল ৮ উইকেটে ২৭১ রান। জশ বাটলার ব্যাট করছিলেন ৬৪ রানে। গতকাল শুরুতেই তাকে ফেরত পাঠান প্যাট কামিন্স। এরপর স্বাগতিকদের ইনিংস মুড়িয়ে দেন মিচেল মার্শ।

সিরিজে এই প্রথম টেস্ট খেলছেন তিনি।

শুধু অ্যাসেজ খেলার জন্যই আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন মার্শ। সেটা যে যৌক্তিক ছিল, তার প্রমাণ রাখেন ৪৬ রানে ৫ উইকেট নিয়ে। তার বিধ্বংসী বোলিংয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংস থেমে যায় ২৯৪ রানে। খেলতে নেমে ১৪ রানে দুই ওপেনার হারিয়ে বিপর্যয়ের পরে সফরকারী অস্ট্রেলিয়া। সেখান থেকে টেনে তুলেন স্মিথ ও ল্যাবুসচেঙ্গে। দুজনে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৬৯ রান। লাবুসচেঙ্গে ব্যক্তিগত ৪৮ রানে ফিরলেও ব্যাট করছেন স্মিথ। তার দৃঢ়তায় এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া।              

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর