শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আকিজ ফাউন্ডেশন ফুটবল

ক্রীড়া প্রতিবেদক

শেষ হয়েছে পাঁচদিনব্যাপী আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা। প্রতিষ্ঠানটির ৫টি শাখা থেকে ১৬টি দল তিন গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে দশম শ্রেণি। ফাইনালে হারিয়েছে একাদশ শ্রেণিকে। ‘বি’ গ্রুপে বনফুল চ্যাম্পিয়ন হয়েছে সপ্তম শ্রেণিকে হারিয়ে। সমাপনী দিনে পুরস্কার বিতরণ করেন জাতীয় দলের সাবেক ফুটবলার রোকনুজ্জামান কাঞ্চন। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. জামালুন্নেসা।

২০১০ সালে ৩৩ জন ছাত্র-ছাত্রী ও ৮ জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু স্কুলটির। বর্তমানে প্রতিষ্ঠানটির পাঁচ শাখায় ইংরেজি ও বাংলা মাধ্যমে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ২ হাজার এবং শিক্ষক ১৫০ জন। প্রতিষ্ঠানে শিশু শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর