মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

দলে নতুন মুখ আমিনুল বিপ্লব

ক্রীড়া প্রতিবেদক

দলে নতুন মুখ আমিনুল বিপ্লব

বিপ্লব

আফগানিস্তানের কাছে হারের ধাক্কা সামলে নিতে পারেনি বিসিবি। চট্টগ্রামে তিন জাতির টি-২০ টুর্নামেন্টের বাকি দুই ম্যাচে যেন এই ধাক্কা না লাগে, সেজন্য নতুন করে স্কোয়াড ঘোষণা করেছেন নির্বাচক প্যানেল। নির্বাচকদের ঘোষিত স্কোয়াড চমকে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের। হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডের হয়ে ভারত সফরে যাওয়ার কথা ছিল নাজমুল হোসেন শান্ত ও আমিনুল ইসলাম বিপ্লবের। কিন্তু যাওয়া হচ্ছে না দুই ক্রিকেটারের। উল্টো জাতীয় দলের ব্যানারে দুই তরুণ উড়ে গেছেন চট্টগ্রাম। তিন জাতির টি-২০ টুর্নামেন্টে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে ১৫ সদস্যের স্কোয়াডে সুযোগ পেয়েছেন দুজন। শুধু তাই নয়, ফিরেছেন দুই অভিজ্ঞ পেসার রুবেল হোসেন ও শফিউল ইসলাম সুহাশও। সাকিব আল হাসানের স্কোয়াডে ফিরেছেন নাঈম শেখ। এই পাঁচ ক্রিকেটারকে দলভুক্ত করতে বাদ দেওয়া হয়েছে সৌম্য সরকার, আবু হায়দার রনি, ইয়াসিন আরাফাত মিশু ও মেহেদি হাসান। রুবেল ফিরেছেন ২০১৮ জুলাইয়ের পর এবং শফিউল ২০১৭ সালের অক্টোবরের পর। আমিুনল বিপ্লব মূলত একজন লেগ স্পিনার। গত প্রিমিয়ার ক্রিকেটে খেলেছেন বিপিএলের হয়ে। ২০ বছর বয়সী তরুণ আমিনুলকে নেওয়া হয়েছে কোচ রাসেল ডমিঙ্গোর ইচ্ছায়। অনুশীলনে তাকে মনে ধরেছে বলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, ‘বিপ্লবকে নেওয়া হয়েছে কোচের ইচ্ছায়।’ চট্টগ্রামে বাংলাদেশের ম্যাচ দুটি ১৮ ও ২১ সেপ্টেম্বর।

বাংলাদেশ টি-২০ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম সুহাশ, মুস্তাফিজুর রহমান, সাইফউদ্দীন, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব ও নাজমুল হোসেন শান্ত।

 

সর্বশেষ খবর