মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

স্মিথময় অ্যাশেজ

ক্রীড়া ডেস্ক

স্মিথময় অ্যাশেজ

স্যার ডন ব্রাডম্যানের ৮৯ বছরের রেকর্ডটি ভেঙে ফেলার সুযোগ এসেছিল স্টিভ স্মিথের সামনে। কিন্তু সেটা করতে পারেননি। আসলে দুর্ভাগ্যজনকভাবে সেটা করতে পারেননি। ইংলিশ ফাস্ট বোলারের জোফরা আর্চারের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি। ইনজুরি এতটাই মারাত্মক ছিল যে, হেডিংলিতে খেলতে নামেননি। পাঁচ টেস্ট সিরিজে ব্যাট করেন মাত্র ৭ ইনিংসে। এতে একটি ডাবল সেঞ্চুরি ও দুটি সেঞ্চুরিসহ এবং তিনটি হাফসেঞ্চুরিসহ রান করেন ৭৭৪। যদি ১০ ইনিংসে ব্যাট করতে, তাহলে হয়তো টপকে যেতেন ১৯৩০ সালে ব্রাডম্যানের ৯৭৪ রান। অ্যাশেজে ব্রাডম্যান ১৯৩৬-৩৭ সালে ৮১০ রান, স্যার ওয়ালি হ্যামন্ড ১৯২৮-২৯ সালে ৯০৫ রান এবং ১৯৮৯ সালে মার্ক টেলর ৮৩৯ রান করেন। স্যান্ড পোর বিতর্কে সব ধরনের ক্রিকেটে এক বছর নিষিদ্ধ ছিলেন স্মিথ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর