মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সোনার ছেলে সানা ফিরলেন ঘরে

সোনার ছেলে সানা ফিরলেন ঘরে

মাথা নিচু করে ক্রীড়াবিদদের দেশে ফেরাটা অভ্যাসে পরিণত হয়েছে। রোমান সানা এলেন বীরবেশে। হতাশা নয়, দেশের সুনাম বাড়িয়ে গতকাল দেশে ফিরেছেন এশিয়ান আরচারিতে সোনা জয়ী এ তরুণ ক্রীড়াবিদ। চলতি বছরেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে তামাও জিতেছিলেন সানা। আরচারির মাধ্যমে দেশকে নিয়ে গেছেন সাফল্যের উচ্চতায়। তাকে ঘিরেই আশা জেগেছে অলিম্পিকে বাংলাদেশে প্রথম পদক জয়ের। ক্রিকেটে কোনো ম্যাচ জিতে দেশে ফিরলেই বিমানবন্দরে যে ভিড় জমে তাতে মনে হয় বিশ্বকাপই জিতে এসেছে। অথচ এত বড় সাফল্যের পরও সানাকে ঘিরে বিমানবন্দরে ততটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়নি। এটা ঠিক দেশের ক্রীড়ার অভিভাবক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ফুল ও মিষ্টি খাইয়ে সানাকে বরণ করেছেন। ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, আরচারি ফেডারেশন ও স্পন্সর মধুমতি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশ্ব চ্যাম্পিয়নশিপে তামা, এশিয়ান চ্যাম্পিয়শিপে সোনা জয়ের পর উপহার তো দূরের কথা সরকারি প্রভাবশালী মহলের পক্ষ থেকে সামান্য অভিনন্দনও পাননি সানা।

সর্বশেষ খবর