মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

চ্যাম্পিয়ন লিভারপুলের মিশন শুরু

ডর্টমুন্ড-বার্সেলোনা চেলসি-ভ্যালেন্সিয়া নেপোলি-লিভারপুল ইন্টার-স্লাভিয়া প্রাহা লিঁও-জেনিত রেড বুল-গেঙ্ক আয়াক্স-লিলি বেনফিকা-লিপজিগ

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন লিভারপুলের মিশন শুরু

মোহাম্মদ সালাহ

গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে টটেনহ্যামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। মোহাম্মদ সালাহরা আরও একবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মিশন শুরু করতে যাচ্ছেন আজ। লিভারপুল ই গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ইতালিয়ান ক্লাব নেপোলির। গত মৌসুমেও গ্রুপপর্বে নেপোলির মুখোমুখি হয়েছিল লিভারপুল। দুই লেগেই ইতালিয়ানদের হারিয়েছিল অলরেডরা। আজও শুভসূচনাই করতে চায় জার্গেন ক্লপের শিষ্যরা। এদিকে আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। নিজেদের প্রথম ম্যাচে কাতালানরা মুখোমুখি হবে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডের। জার্মানিতে খেলতে যাচ্ছে ভালভার্দের শিষ্যরা। লিওনেল মেসি ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে। অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের ২২ জনের দলে তার নাম আছে। অনুশীলন করেছেন তিনি। আজ তাকে মাঠে দেখা যেতেও পারে ডর্টমুন্ডের বিপক্ষে। আজ মাঠে নামছে ফেবারিট চেলসিও। তাদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়ার। গত বছর চেলসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারেনি। এবার কতদূর যায় দেখা যাক! আজ মাঠে নামছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানও। তাদের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাহা। গত মৌসুমে গ্রুপপর্ব খেলেই বিদায় নিয়েছিল ইন্টার মিলান। এবার কতদূর যায় তাই দেখার বিষয়।

গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিল ডাচ ক্লাব আয়াক্স। নিজেদের পুরনো গৌরব ফিরিয়ে এনেছিল তারা। আজ আয়াক্স মুখোমুখি হচ্ছে ফরাসি ক্লাব অলিম্পিক লিলির।

 

সর্বশেষ খবর