মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার শিরোপা জয়

টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার শিরোপা জয়

বাংলাদেশে ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপের আয়োজন করে। সেবার ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শ্রীলঙ্কা। ভারতকে ৬ উইকেটে হারিয়েছিল লঙ্কানরা। মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ফাইনালে ১৩০ রান করেছিল ভারত। জবাবে ১৩ বল হাতে রেখেই ১৩৪ রান করে জয় তুলে নেয় লঙ্কানরা। সেই ম্যাচে কুমার সাঙ্গাকারা ৩৫ বলে ৫২ রান করে দলকে জয় উপহার দিয়েছিলেন। বিরাট কোহলি সেই ম্যাচে ৭৭ রান করেও দলকে জয় উপহার দিতে পারেননি। সেবার ম্যান অব দ্য ফাইনাল হয়েছিলেন সাঙ্গাকারা। আর ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন বিরাট কোহলি। শ্রীলঙ্কা সবমিলিয়ে টি-২০ বিশ্বকাপে তিনবার ফাইনাল খেলেছে। ২০০৯ সালে তারা হেরেছে পাকিস্তানের কাছে। ২০১২ সালে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে।

সর্বশেষ খবর