বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

জিম্বাবুয়ের ভাবনা কী?

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

জিম্বাবুয়ের ভাবনা কী?

হারলেই ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায়ঘণ্টা বেজে যাবে জিম্বাবুয়ের। টানা দুই ম্যাচে হেরে এখন যেন দেয়ালে পিঠ  ঠেকে গেছে। এমন অবস্থায় ঘুরে দাঁড়ানো ছাড়া আর  কোনো রাস্তা নেই। আজ বাংলাদেশকে রুখে দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর তারা। যেকোনো ভাবেই হোক জয় চাচ্ছে জিম্বাবুয়ে। গতকাল জহুর আহমেদ চৌধুরী  স্টেডিয়ামে অনুশীলন শেষে শন উইলিয়ামস বলেন, ‘আমাদের জন্য বাকি দুই ম্যাচই মাস্ট উইন। মৌলিক ব্যাপারগুলো ঠিকঠাক করতে হবে আমাদের। বড় ব্যবধানে  জেতা দরকার। আগের দুই ম্যাচে দুই দলকেই জেতার জন্য আমরা শেষ ওভার পর্যন্ত নিতে পেরেছিলাম। মাঠে যদি আমরা সিদ্ধান্তগুলো আরও বেশি ভালোভাবে নিতে পারি তাহলে আমাদের দারুণ সুযোগ আছে।’

সাম্প্রতিক বাংলাদেশ দল বেশ চাপের মধ্যে আছে। হার এবং সমালোচনায় খানিকটা বিপর্যস্ত দল। আর এই সুযোগটাই নিতে যাচ্ছে জিম্বাবুয়ে। তবে টাইগারদের সামর্থ্যরে কথাও তারা মাথায় রাখছে। উইলিয়ামস বলেন, ‘আমার চোখে বাংলাদেশ সবদিক দিয়ে একটা ভালো দল। ক্লাব পর্যায় থেকে শুরু করে সবদিকেই তাদের কাঠামো অনেক ভালো। আর তাদের দলে বেশ ভালো ও অভিজ্ঞ  খেলোয়াড় আছে। যেমন সাকিব, মাহমুদুল্লাহ, মুশি। তারা  যে কতোটা ভালো খেলোয়াড় তা সবাই জানে। আর আমরা তাদের সম্মানও করি। কোনো কিছু হালকাভাবে নেওয়ার উপায়  নেই। আমরা শুধু আমাদের দিকে মন দিতে চাই।’ প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হারলেও শেষ পর্যন্ত লড়াই করেছে জিম্বাবুয়ে। আর প্রথম ম্যাচে পাওয়া আত্মবিশ্বাসই আজ দলটিকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর