বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ক্ষমা চাইলেন ওয়াসিম

ক্রীড়া ডেস্ক

ক্ষমা চাইলেন ওয়াসিম

পেশাদার বক্সার মোহাম্মদ ওয়াসিম ফ্লাইটওয়েট ক্যাটাগরিতে পাকিস্তানকে সাফল্য দিয়েই চলেছেন। গেল সপ্তাহে দুবাইয়ে ফিলিপাইনের বক্সার কনরাডো তানামোরকে মাত্র ৮২ সেকেন্ডে নক আউট করেন। কিন্তু তার এই জয় পাকিস্তানিদের মধ্যে তেমন সাড়া জাগায়নি। এতে ক্ষুব্ধ হয়েছেন পাকিস্তানের গ্রেট ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। সাবেক অধিনায়ক পাকিস্তানবাসীর হয়ে ক্ষমা চেয়েছেন বক্সার ওয়াসিমের কাছে। ওয়াসিম ফ্লাইটওয়েট ক্যাটাগরিতে ১০ ম্যাচের ৯টিতে জিতেছেন এবং ৭টিই নক আউট। মোহাম্মদ ওয়াসিম বিমানবন্দরে ফেরার পর টুইট করেছেন, ‘বিমানবন্দরে অভ্যর্থনা পেতে আমি লড়াই করি না। বিশ্বে পাকিস্তান যেন সমাদৃত হয় সেজন্য লড়াই করছি।’ তার টুইটের জবাবে ওয়াসিম আকরাম টুইট করেছেন, ‘পাকিস্তানের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমাদের দেশের নায়কদের কেমন সম্মান করা উচিত। এরপর বিমানবন্দরে আপনাকে অভ্যর্থনা জানাব আমি নিজে। জয়ের জন্য অনেক অনেক অভিনন্দন।’              

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর