বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

অলিম্পিকে বোল্টের প্রথম সোনার পদক

অলিম্পিকে বোল্টের প্রথম সোনার পদক

গতি দানব উসাইন বোল্টকে কে না জানে। টানা তিনটি অলিম্পিকে তিনি আটটা সোনার পদক জিতেছেন। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে জ্যামাইকান এ তারকা প্রথম সোনার পদক জিতেন ১০০ মিটার স্প্রিন্টে। ১৬ আগস্ট ফাইনালে মাত্র ৯ দশমিক ৬৯ সেকেন্ড টাইমিং করে ত্রিনিদাদের রিচার্ড থম্পসন আর যুক্তরাষ্ট্রের ওয়ালটার ডিক্সকে হারিয়ে প্রথম অলিম্পিক সোনা জিতেন উসাইন বোল্ট। সেবার তিনি ২০০ মিটার স্প্রিন্টেও সোনার পদক জিতেছিলেন। ২০ আগস্টের ফাইনালে উসাইন বোল্ট টাইমিং করেছিলেন ১৯.৩০ সেকেন্ড। ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। এরপর ২০১২ সালে লন্ডন ও ২০১৬ সালে রিও অলিম্পিকেও সোনার পদক জিতে ইতিহাসের অন্যতম সেরা অ্যাথলেটে পরিণত হন তিনি।

সর্বশেষ খবর