শিরোনাম
বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

মেয়েদের জাপান পরীক্ষা

ক্রীড়া প্রতিবেদক

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে আজ বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে শক্তিশালী জাপানের। বাংলাদেশ সময় বিকাল ৩টায় থাইল্যান্ডের চুনবুরিতে হবে ম্যাচটি। নিজেদের প্রথম ম্যাচে মারিয়া মান্ডারা থাইল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিল দুর্দান্ত ফুটবল খেলেও। আর জাপান প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে অস্ট্রেলিয়ার সঙ্গে। এ টুর্নামেন্টের গত আসরেও জাপান ছিল বাংলাদেশের গ্রুপে। সেবার জাপান জিতেছিল ৩-০ গোলে। জাপান ম্যাচ নিয়ে কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘এখন পর্যন্ত আমাদের প্রস্তুতি দারুণ হয়েছে। আমরা প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে হেরেছি। এটা হতাশার। তবে মেয়েদের পারফরম্যান্সে আমি খুশি। এখন আমাদের ম্যাচ জাপানের বিরুদ্ধে। ওই ম্যাচের দিকেই আমাদের সব নজর।’ অধিনায়ক মারিয়া মান্ডা বলেছেন, ‘জাপান অনেক ভালো দল। তবে আমরা চেষ্টা করব সর্বোচ্চ।’ সহ-অধিানায়ক আঁখি খাতুন বলেছেন, ‘আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই খেলতে নামব জাপানের বিরুদ্ধে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর