বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

চ্যাম্পিয়ন লিভারপুলকে নেপোলির লজ্জা

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন লিভারপুলকে নেপোলির লজ্জা

নেপোলির জয়ের নায়ক ড্রাইস মার্টেন্স -এএফপি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের রাত শেষ হলো ব্যর্থতার মধ্য দিয়ে। গত মঙ্গলবার ইতালিয়ান ক্লাব নেপোলির বিপক্ষে মাঠে নেমেছিল চ্যাম্পিয়নরা। ২-০ গোলের পরাজিত হয়ে বাড়ি ফিরেছে অলরেডরা। লিভারপুলের জালে ম্যাচের শেষদিকে গোল দুটি করেন মার্টেনস (৮২) ও লরেন্ট (৯২)। ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে টানা পাঁচ ম্যাচ জেতা লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচেই হেরে গেল। এদিকে বার্সেলোনা গোল শূন্য ড্র করেছে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডের মাঠে। অবশ্য বার্সাভক্তদের সান্ত¦না, লিওনেল মেসি দলে ফিরেছেন। ম্যাচের ৫৯ মিনিটে নতুন মেসি হিসেবে পরিচিত আনসু ফাতির পরিবর্তে মাঠে নামেন আর্জেন্টাইন তারকা। তবে তিনি মাঠে নেমেও দলকে জয় উপহার দিতে পারেননি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ রাত কাটিয়েছে চেলসিও। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রীজে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার কাছে ১-০ গোলে হেরেছে ব্লুজরা। বার্সা, লিভারপুল ও চেলসি ব্যর্থ হলেও জয় দিয়েই শুরু করেছে ডাচ ক্লাব আয়াক্স। তারা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি ক্লাব অলিম্পিক লিলিকে। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলা আয়াক্সের পক্ষে গোল তিনটি করেন প্রোমেস, আলভারেজ ও ট্যাগলিয়াফিকো। এছাড়াও গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে জার্মান ক্লাব লিপজিগ ২-১ গোলে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে এবং অস্ট্রিয়ান ক্লাব রেড বুল স্যালজবার্গ ৬-২ গোলে বেলজিয়ান ক্লাব গেঙ্ককে হারিয়েছে। ইন্টার মিলান ১-১ গোলে ড্র করেছে স্লাভিয়া প্রাগের সঙ্গে। ফরাসি ক্লাব অলিম্পিক লিঁও ১-১ গোলে ড্র করেছে রুশ ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গের সঙ্গে।

 

সর্বশেষ খবর