বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সানার লক্ষ্য বহুদূর

ক্রীড়া প্রতিবেদক

সানার লক্ষ্য বহুদূর

ক্রিকেট ও ফুটবল। বড় দুই খেলাকে আড়ালে ফেলে আলোচনায় এখন আরচারি। সত্যি বলতে কি এই খেলা এখনো দেশে সেইভাবে পরিচিতি লাভ করেনি। তবু আন্তর্জাতিক পর্যায়ে যে সুনাম আসছে তা অবাক করার মতো। আর নায়ক হয়ে উঠেছেন রোমান সানা। বিশ্ব কোনো প্রতিযোগিতায় একক বা দলগতভাবে বাংলাদেশকে প্রথম এনে দিয়েছেন তরুণ এ আর্চার। তামা জিতেছেন তাতেই বা কম কীসের। বিশ্বের সেরা সেরা আর্চারদের পেছনে ফেলে এশিয়াকাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে রেকর্ড পুরুষ বিভাগে সোনা জিতে আলোড়ন তুলেছেন সানা। ক্রীড়াপ্রেমিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন সাফল্যে অভিভূত। গণভবনে সানাকে মিষ্টি মুখ করিয়ে অভিনন্দন জানিয়েছেন তিনি। আর্চার উন্নয়নে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

শুধু তাই নয়, অসুস্থ সানার মায়ের উন্নত চিকিৎসার জন্য ঢাকা আনার ব্যবস্থা করেছেন। সানাকে পুরস্কৃত করার করার গোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উজ্জীবিত তরুণ এই আর্চার। এক সোনা জয়েই থেমে থাকতে চান না। বিশ্বচ্যাম্পিয়ন শিপে পদক জেতায় ২০২০ সালে টোকিওতে অলিম্পিকে তীর ছুঁড়ার সুযোগ পেয়েছেন তিনি। সানা বলেন, ভালো প্রস্তুতি নিলে অলিম্পিকেও ভালো করা সম্ভব। তার আগে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও সাউথ এশিয়ান গেমসে লড়বেন সানা। আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বলেন, আর্চারিতে সাফল্য আসবে তা অনেকের কাছে অবিশ্বাস্য ছিল। সানা অসম্ভবকে সম্ভব করেছে। প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন, সহযোগিতার। আমার বিশ্বাস তার সহযোগিতা পেয়ে আর্চারি আরও অনেকদূর এগিয়ে যাবে। শুধু সানা নয়, আশা করি সামনে অন্যরাও দেশের সুনাম বয়ে আনবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর