বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ফারাজ গোল্ডকাপে ২২ বিশ্ববিদ্যালয়

ক্রীড়া প্রতিবেদক

তৃতীয়বারের মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দল নিয়ে সোনালী অতীত ক্লাব আয়োজন করতে যাচ্ছে ফারাজ গোল্ডকাপ। হলি আর্টিসানে সন্ত্রাসী হামলায় নিহত তরুণ ফারাজের স্মরণে এর আগেও দুটি টুর্নামেন্ট হয়েছে। ২০১৭ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল গ্রীন বিশ্ববিদ্যালয়। গত বছর এ টুর্নামেন্ট জিতে ফারইস্ট বিশ্ববিদ্যালয়। তৃতীয়বারের মতো অনুষ্ঠেয় ফারাজ গোল্ডকাপে অংশ নিবে ২২টি বিশ্ববিদ্যালয়। মোট ৮টি গ্রুপে অংশ নিবে দলগুলো। ২৪ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। গতকাল এক সংবাদ সম্মেলনে সোনালী অতীত ক্লাবের পক্ষ থেকে এসব তথ্য জানান সাবেক তারকা ফুটবলার শেখ মো. আসলাম।

সংবাদ সম্মেলনে এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, সাবেক ফুটবলার গোলাম সারোয়ার টিপু, সোনালী অতীত ক্লাবের সভাপতি হাসানুজ্জামান খান বাবলুসহ অন্যরা। বক্তব্য দিতে গিয়ে শেখ মো. আসলাম বলেন, ‘এই আয়োজন সমাজকে মাদক থেকে মুক্ত রাখার লক্ষ্যে। খেলাধুলার মধ্যদিয়ে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব।’ গোলাম সারোয়ার টিপু বলেন, ‘আমি এই টুর্নামেন্ট আগেও দেখেছি। ছেলেরা সত্যিই দারুণ খেলে। এখান থেকে লিগের ফুটবলার পাওয়া সম্ভব।’

সর্বশেষ খবর