বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাগবি বিশ্বকাপে বাংলাদেশ?

ক্রীড়া প্রতিবেদক

জাপান রাগবির আমন্ত্রণে বাংলাদেশ থেকে তিন জন অতিথি হিসেবে রাগবি বিশ্বকাপ দেখতে গিয়েছেন। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এই দলের নেতৃত্ব দিচ্ছেন। দলে আছেন জাতীয় রাগবি দলের আল ফেরদৌস জিম ও তনিমা বিশ্বাস। বিশ্বকাপ চলাকালীনই বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ রাগবি দল দ্বিতীয় এশিয়ান রাগবি ফেস্টিভেলে অংশ নিতে জাপান যাবে। এই ফেস্টিভেলে ১২টি দল অংশ নিচ্ছে। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী। এ সময় ফেডারেশনের সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘বাংলাদেশ রাগবি খেলার জন্য দারুণ উপযোগী। অন্য খেলা যেখানে বৃষ্টির কারণে অসম্ভব হয়ে পরে সেখানে রাগবি খেলা যায় অনায়াসেই।’ ২০টি দল নিয়ে ২০ সেপ্টেম্বর থেকে টোকিওতে শুরু হতে যাচ্ছে রাগবি বিশ্বকাপ। 

সর্বশেষ খবর