বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

অলিম্পিকে সর্বোচ্চ পদকজয়ী ফেলপস

অলিম্পিকে সর্বোচ্চ পদকজয়ী ফেলপস

অলিম্পিক গেমসে সর্বোচ্চ পদক জয় করেছেন মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস। ২০০৪ সাল থেকে অলিম্পিকে অংশ নিচ্ছেন তিনি। শেষ করেছেন ২০১৬ সালে। সবমিলিয়ে চারটি অলিম্পিক থেকে ২৩টি সোনার পদকসহ মোট ২৮টি পদক জিতেছেন ফেলপস। পদক জয়ের দিক দিয়ে ফেলপসের কাছাকাছি আর কেউ নেই। দুইয়ে থাকা সোভিয়েত জিমন্যাস্ট লারিসা ল্যাটিনিনা ৯টি সোনার পদকসহ জয় করেছেন মোট ১৮টি পদক। তিনি ১৯৫৬ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত তিনটি অলিম্পিকে অংশ নিয়েছেন। মাইকেল ফেলপস কিংবদন্তি সাঁতারু মার্ক স্পিৎজকে পিছনে ফেলেছেন। স্পিৎজ ৯টি সোনার পদকসহ মোট ১১টি পদক জয় করেছেন অলিম্পিকে। ৯টি করে সোনার পদক জিতেছেন যুক্তরাষ্ট্রের কার্ল লুইস ও ফিনল্যান্ডের প্যাভো নুরমিও।

সর্বশেষ খবর