শিরোনাম
শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
অ ন্যা ন্য

কোহলির দুই রেকর্ড

কোহলির দুই রেকর্ড

বিরাট কোহলি, না স্টিভ স্মিথÑকে সেরা ব্যাটসম্যান? এ নিয়ে বিতর্ক চলছে। কারও মতে কোহলি। কেউ বলেন স্মিথের কথা। সেরা যিনিই হোন না কেন, ভারতীয় অধিনায়ক টেস্ট, ওয়ানডে এবং টি-২০-তিন ফরম্যাটেই রেকর্ডের পর রেকর্ড গড়ছেন। পরশু রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে দুটি রেকর্ড গড়েছেন কোহলি। সফরকারী প্রোটিয়াসদের বিপক্ষে ৭ উইকেটের জয়ী ম্যাচে ৭২ রানের ইনিংস খেলেন ভারতীয় অধিনায়ক। ওই রান করে ম্যাচসেরা হন কোহলি। টি-২০ আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১ বারের মতো ম্যাচসেরা হয়ে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদিকে স্পর্শ করেন। সবচেয়ে বেশি ম্যাচসেরার রেকর্ড আফগানিস্তানের মোহাম্মদ নবীর। দ্বিতীয় রেকর্ডটি হচ্ছে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক এখন কোহলি। তার রান ২৪৪১। পেছনে ফেলেন রোহিত শর্মাকে।      

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর