শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ

জিম্বাবুয়ে আগেই বিদায় নেওয়ায় ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের আজকের ম্যাচটির তেমন একটা গুরুত্ব নেই! তবে ফাইনালের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে এ ম্যাচে জয় পেতে মরিয়া বাংলাদেশ। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় মিডিয়ার সঙ্গে কথা বলেছেন পেসার শফিউল ইসলাম।

প্রশ্ন : এ ম্যাচে আপনাদের লক্ষ্য কী?

শফিউল : প্রস্তুতিটা ভালো করা। কালকের (আজ) ম্যাচটি আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। আমরা ভালো খেললে এ থেকে সবার আত্মবিশ্বাস বাড়বে। জয়ের অভ্যাসটা আমাদের ফাইনাল খেলার জন্য সহায়তা করবে।

প্রশ্ন : আফগানিস্তানকে হারাতে কোন বিষয়ে বেশি জোর দিতে হবে?

শফিউল : আমরা যদি আমাদের ভুলগুলো শোধরাতে পারি, যে যার কাজ ঠিকমতো করতে পারি, শতভাগ দিতে পারি তাহলে ওদের হারানো সম্ভব।

প্রশ্ন : আফগানদের বিরুদ্ধে পেস আক্রমণ নিয়ে খেললে ভালো হতো না?

শফিউল : এটা টিম ম্যানেজমেন্ট দেখবে। পেসাররা খেলুক বা স্পিনাররা, যদি নিজের শক্তির জায়গায় থেকে, শক্তির বাইরে না গিয়ে ঠিক জায়গাটায় বল করে তাহলে ভালো করা সম্ভব।

প্রশ্ন : নতুন বোলিং কোচ কী কী পরিবর্তন এনেছেন?

শফিউল : আসলে একটা টুর্নামেন্ট চলাকালে কোচেরা বেশি পরিবর্তন আনার চেষ্টা করেন না। আমার লক্ষ্য যাতে ভালো হয়, আমি যেটাই করি তা পারফেক্ট করতে পারি এর ওপরে বেশি জোর দেন।

প্রশ্ন : রান কম দেওয়া না উইকেট নেওয়া- কোন বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন?

শফিউল : এটা ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে। অনেক সময় রান চেক দেওয়া, অনেক সময় উইকেট নেওয়া প্রয়োজন হয়।

 

সর্বশেষ খবর