শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সেমিতে বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

সেমিতে বসুন্ধরা কিংস

ঘরোয়া ফুটবলের সেরা ক্লাব বসুন্ধরা কিংস। সদ্য সমাপ্ত মৌসুমে লিগ ও স্বাধীনতা কাপের শিরোপা জেতা ছাড়াও রানার্স আপ হয়েছে ফেডারেশন কাপে। দলটির ভবিষ্যত ফুটবলারদের পাইপলাইন শক্তিশালী করতে যুব দল গঠন করেছে অনেক আগে। সাফল্যও পাচ্ছে। বাফুফে আয়োজিত অনুর্ধ্ব-১৮ টুর্নামেন্টে প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা নিয়েছে বসুন্ধরা কিংস। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা মুখোমুখি হয়েছিল ব্রাদার্স ইউনিয়নের।

রোমাঞ্চকর ম্যাচটি ৩-২ গোলে জিতেছে বসুন্ধরা। ৩০ সেপ্টেম্বর ফাইনালে উঠতে দলটি সেমিতে মুখোমুখি হবে আজকের কোয়ার্টার ফাইনালে আরামবাগ ও নোফেলের জয়ী দলের বিপক্ষে। আগামীকাল তৃতীয় কোয়ার্টার ফাইনালে খেলবে ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনী এবং সোমবার চতুর্থ কোয়ার্টারে খেলবে সাইফ স্পোর্টিং ও শেখ জামাল। প্রথম সেমিফাইনাল ২৬ সেপ্টেম্বর এবং দ্বিতীয় সেমিফাইনাল ২৭ সেপ্টেম্বর। বিকালে বসুন্ধরা ও ব্রাদার্সের উত্তেজনা ছড়ানো ম্যাচটিতে গোল হয়েছে ৫টি। দুরন্ত ফুটবল খেলে দুই দুইবার এগিয়েও যায় গোপীবাগের দলটি। ১১ মিনিটে ব্রাদার্সের পক্ষে প্রথম গোল করেন হাবিবুর রহমান। ২১ মিনিটে ব্যবধান ২-০ করেন রাসেল। দুই গোলে পিছিয়ে পরে মড়িয়া হয়ে উঠে বসুন্ধরা। ৩৩ মিনিটে ব্যবধান ১-২ করেন বসুন্ধরার রব্বানী ব্যাপারী। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান ২-২ করেন সাব্বির। প্রথমার্ধ শেষ হয় সমতায়। দ্বিতীয়ার্ধে দুই দলই মড়িয়া হয়ে উঠে গোলের জন্য। ৭৫ মিনিটে বসুন্ধরার পক্ষে জয়সূচক গোলটি করেন সাব্বির।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর