শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

শ্রীলঙ্কাকে হারাতে চায় যুবারা

ক্রীড়া প্রতিবেদক

মাঠে গড়িয়েছে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ। ‘হিমালয় দুহিতা’ দক্ষিণ-পূর্ব এশিয়ার ৬ দেশ নিয়ে চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। কোচ পিটার টার্নারের অনূর্ধ্ব-১৮ দলের মিশন শুরু হচ্ছে আজ ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে। কাঠমুন্ডুর এপিএফ স্টেডিয়ামে স্থানীয় সময় বেলা ৩টায় শুরু ম্যাচটি জিততে চান যুব দলের কোচ। দ্বীপরাষ্ট্রের বিপক্ষে জিততে প্রস্তুত যুবারাও। বাংলাদেশ গত আসরের রানার্সআপ। সব মিলিয়ে এবার তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে যুবারা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনাল খেলবে। যুবাদের পরের ম্যাচ ভারতের বিপক্ষে।

বাংলাদেশ ২০১৭ সালের আসরে রানার্সআপ হয়েছিল নেপালের কাছে হেরে। যদিও গ্রুপ পর্বের সূচনা ম্যাচে প্রতিবেশী শক্তিশালী ভারতকে হারিয়েছিল ৪-৩ গোলে। ২০১৫ সালের প্রথম আসরে তৃতীয় হয়েছিল। সেবারও সূচনা ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। হারিয়েছিল ভুটানকে ২-১ গোলে। সেই ধারাবাহিকতায় আজ শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সম্ভাবনাই বেশি।

সর্বশেষ খবর