শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

মেয়েদের আজ শেষ ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরমার মারিয়া মান্ডা, তহুরা খাতুনরা। কিন্তু একটু বড় আসর হলেই তাল, লয় হারিয়ে ফেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল দল। জ্বলন্ত প্রমাণ এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ। গোলাম রব্বানী ছোটনের দল থাইল্যান্ডের চনবুড়িতে পা রেখেছিল একরাশ স্বপ্ন নিয়ে। অথচ স্বপ্ন পূরণের ধারে কাছেও পৌঁছাতে পারেনি। এর মধ্যে টানা দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে আসর থেকে। আজ অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৬ মহিলা দলের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। একই দিন থাইল্যান্ডের মুখোমুখি হবে জাপান।

চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গে সমানতালে লড়েও ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জাপানের সঙ্গে বিন্দুমাত্র লড়াই করতে পারেনি। একপেশে লড়াইয়ে হেরেছে ৯-০ গোলে। আজকে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া গ্রুপের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছিল জাপানের সঙ্গে। দ্বিতীয় ম্যাচে দাঁড়াতেই দেয়নি স্বাগতিক থাইল্যান্ডকে। গুঁড়িয়ে দেয় ৬-১ গোলে। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই বেশ কঠিন হবে মারিয়াদের।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর