শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

দেড় বছরেও দেখা নেই প্রিমিয়ার হকি লিগের

ক্রীড়া প্রতিবেদক

প্রিমিয়ার হকি লিগ মাঠে গড়াবে কিনা এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। নতুন কমিটি নির্বাচিত হওয়ার পর তারা ঘোষণা দিয়েছিলেন লিগের আকর্ষণ আরও বাড়াবেন। অথচ প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও লিগ শুরুর কোনো তৎপরতা চোখে পড়ছে না। কথা ছিল কোরবানি ঈদের পর লিগের দলবদল ও হকি মাঠে গড়ানোর তারিখ নির্ধারণ হবে। এখন পর্যন্ত বৈঠকে বসতে পারেনি তারা। এ নিয়ে চিন্তিত খেলোয়াড়রা। কেননা আয় বলতে প্রিমিয়ার লিগই তাদের ভরসা। নাম প্রকাশে অনিচ্ছুক এক খেলোয়াড় বলেন, এখন ফেডারেশনের বিরুদ্ধে কথা বলাটাই ঝুঁকিপূর্ণ। তাই ক্ষোভ থাকলেও প্রকাশ্যে কেউ কথা বলতে পারছে না।

নতুন কমিটি কথায় কথায় হকি উন্নয়নের কথা বলেন। একজন কর্মকর্তা চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন আমাদের মেয়াদে দেশের হকিতে এমন কিছু কাজ করব যা অতীতে কেউ পারেননি। মুখে উন্নয়নের প্রতিশ্রুতি। অথচ দেশের হকির প্রাণ প্রিমিয়ার লিগের কোনো খবর নেই। কি কারণে প্রিমিয়ার লিগ নিয়ে কর্মকর্তারা সক্রিয় নন সেটাই রহস্য। তবে এর পেছনে বড় কারণ নাকি ঊষা ক্রীড়া চক্র। দেশের হকির অন্যতম জনপ্রিয় এই ক্লাব ২০১৮ অর্থাৎ গত লিগে অংশ নেয়নি। লিগের বাইলজ অনুযায়ী ঊষাকে তাই প্রথম বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে। নির্বাহী কমিটির সভায় তা সর্বসম্মতিক্রমে পাসও করানো নয়। এই ঊষাই প্রমিয়ার হকি খেলতে চায়। 

সর্বশেষ খবর