রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

অস্ট্রেলিয়াকে রুখে দিল মারিয়ারা

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়াকে রুখে দিল মারিয়ারা

তহুরা

শক্তির বিচারে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের পার্থক্য যোজন যোজন। পুরুষ ক্যাটাগরিতে নিয়মিত বিশ্বকাপ খেলে অস্ট্রেলিয়া। বিপরীতে বাছাইপর্বের গন্ডি ডিঙাতে জানবাজি লড়তে হয় বাংলাদেশকে। মহিলা ক্যাটাগরিতেও দুই দেশের পার্থক্যটা আকাশ-পাতাল। মহিলা র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া ৮, বাংলাদেশ ১৩০। শক্তির এমন পার্থক্য নিয়ে গতকাল চনবুড়িতে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘আন্ডারডগ’ হয়ে খেলতে নামে বাংলাদেশ। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে চমক দেখিয়েছেন তহুরা, মারিয়া মান্ডারা।

২-২ গোলে ঠেকিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। গোল দুটি করেন তহুরা খাতুন। ড্র করেও জাপানের পেছনে থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। মারিয়ারা দেশে ফিরছেন শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্রয়ের স্বাদ নিয়ে। উল্লেখ্য, চ্যাম্পিয়নশিপের গত আসরে দুই দুইবার এগিয়ে থেকেও অস্ট্রেলিয়ার কাছে ৩-২ গোলে হেরেছিল বাংলাদেশ। গতকাল তহুরা খেলতে নামেন থাইল্যান্ড ও জাপানের কাছে হারের তিক্ত স্বাদ নিয়ে। স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ভালো খেলেও হেরে যায় ১-০ গোলে। পরের ম্যাচে জাপানের কাছে বিধ্বস্ত হয় ৯-০ গোলে। গতকাল আন্ডারডগ হয়ে খেলতে নেমে ২১ মিনিটে তহুরার গোলে এগিয়ে যায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা (১-০)। প্রথমার্ধ শেষ হয় এই এক গোলেই। ৭৫ মিনিট পর্যন্ত স্কোর লাইন ছিল ১-০। ৭৬-৮১ মিনিটের মধ্যে আরও তিন গোল করে দুই দল। ৭৬ মিনিটে সমতায় ফিরে অস্ট্রেলিয়া। ৭৭ মিনিটে ফের বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন তহুরা। ৮০ মিনিটে ব্যবধান ২-২ করে অস্ট্রেলিয়া। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। ৬ ম্যাচে এটাই প্রথম ড্র। এখন পর্যন্ত বাংলাদেশের মহিলা ফুটবলে এটাই সর্বোচ্চ সাফল্য।

সর্বশেষ খবর