রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

এবার বোলিংয়ে চমক আফিফের

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আফিফ ছিলেন বাংলাদেশ দলের ত্রাণকর্তা! আট নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ২৬ বলে ৫২ রানের হার না মানা ইনিংস খেলে এনে দিয়েছিলেন অবিশ্বাস্য এক জয়। সেই আফিফই কাল আফগানদের বিরুদ্ধে বল হাতে দেখালেন ক্যারিশমা। তিন ওভারে মাত্র ৯ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন। আফগানিস্তানকে ১৩৮ রানে আটকে দিয়েছেন বাংলাদেশ। ৪৭ রান করেছেন আফগান ওপেনার হযরতুল্লাহ জাজাই। ২৯ রান করেছেন আরেক ওপেনার রহমানুল্লাহ গারবেজ। কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ব্যাট করতে নেমে আফগানিস্তান ৯ ওভারে বিনা উইকেটে ৭৫ রান করে। কোনো বোলারই যখন আফগান দুই ওপেনারকে রুখতে পাচ্ছিলেন না তখনই আফিফের হাতে বল তুলে দেন অধিনায়ক সাকিব আল হাসান। ওই ওভারে  কোনো রান না দিয়ে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের গতি পাল্টে দেন ১৯ বছর বয়সী এই তরুণ। এরপর ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। পরের দুই ওভারে আরও একটি উইকেট শিকার করেন। আফিফের দিনে দারুণ বোলিং করেছেন পেসাররাও। বোলারদের দাপুটে দিনে সুবিধা করতে পারেননি আফগানিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৩৯। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২.৪ ওভারে ৩ উইকেটে রান করেছিল ৮৪। ফ্লাড লাইটের আলো কমে যাওয়ায় খেলা সাময়িক বন্ধ ছিল।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর