মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

দেশের বাইরে বাংলাদেশি ফুটবলারের ডাবল হ্যাটট্রিক

১৯৮২ সালে প্রথম বিভাগ ফুটবল লিগে ঢাকা মোহামেডান চ্যাম্পিয়ন হয়। এ মৌসুমেই সালাম মুর্শেদীর ক্যারিয়ারটা বদলে যায়। লিগে দুই হ্যাটট্রিকে মোহামেডানের পক্ষে ২৭ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা হন। ভেঙে দেন ১৯৭৩ সালে লিগে কাজী সালাউদ্দিনের সর্বোচ্চ ২৪ গোলের রেকর্ড। সালাম সুপার স্টারের খ্যাতি পেয়ে যান অনবদ্য নৈপুণ্য দেখিয়ে। সেই বছরে দেশের বাইরেও শিরোপা জয়ের রেকর্ড রয়েছে। ভারতের দূর্গাপুরে অনুষ্ঠিত আশীষ জব্বার স্মৃতি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয় মোহামেডান। ইস্টার্ন রেলওয়ের বিপক্ষে ৮ গোল দিয়ে ডাবল হ্যাটট্রিক করেন সালাম। দেশের বাইরে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ফুটবলারের এটিই একমাত্র ডাবল হ্যাটট্রিক। টুর্নামেন্টে আরও দুটি হ্যাটট্রিক করে সালাম মুর্শেদী সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

সর্বশেষ খবর