বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিপিএল নিয়ে বিপাকে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের সপ্তম আসর নিয়ে পুরোপুরি বিপাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু বিপিএল’ নাম দিয়ে আসরটি জমকালো আয়োজনের পরিকল্পনা ক্রিকেট বোর্ডের। কিন্তু সেই আয়োজনের শুরুতেই জোর ধাক্কা খেয়েছে। আসরের ফ্র্যাঞ্চাইজি বা মালিকানা কেনার জন্য যে দরপত্র আহ্বান করেছিল বিসিবি, সেখানে ঢাকা ডায়নামাইটস ছাড়া বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি পুরনো ফ্র্যাঞ্চাইজিদের কেউ। ফলে বিসিবির বিপিএলের স্পেশাল আয়োজনের ভবিষ্যৎ এখন সংশয়াচ্ছন্ন।

দুই-একটি ঝামেলা ছাড়া বেশ ভালোভাবে পার হয়েছে বিপিএলের ষষ্ঠ আসর পর্যন্ত। কিন্তু ঝামেলা শুরু বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দল পাল্টানোর পর। ঢাকা ডায়নামাইটস ছেড়ে বিশ্বসেরা অলরাউন্ডার যোগ দেন রংপুর রাইডার্সে। এতে ক্ষিপ্ত হয়ে ঢাকা ডায়নামাইটসকে ফেভার করতে যেয়ে বিপিএলের পুরো নিয়ম পাল্টে ফেলে বিসিবি। এরপরও বসে থাকেনি। চলতি মাসের শুরুতে বিসিবি সভাপতি নাজমুল হাসান হঠাৎ করেই ঘোষণা দেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে বিপিএলের সপ্তম আসরকে ‘বঙ্গবন্ধু বিপিএল’ নামে আয়োজনের। বোর্ডের এমন সিদ্ধান্তে ক্ষিপ্ত না হলেও পিছুটান দেয় ফ্র্যাঞ্চাইজিরা। যার প্রমাণ দরপত্র ক্রয়ে অনাগ্রহ। পুরনো ফ্রাঞ্চাইজিদের আগ্রহ না থাকার পরও নিজস্ব অর্থায়নে বিপিএলের স্পেশাল আসরটি আয়োজনের সিদ্ধান্ত নেয় বোর্ড। ১৭-২২ সেপ্টেম্বর দরপত্র কেনার তারিখও নির্ধারণ করে। ঢাকা ছাড়া আর মাত্র দুটি কোম্পানি দরপত্র ক্রয় করে। জমা দেয় শুধুমাত্র ঢাকা। দরপত্রের ফ্লোর প্রাইস ছিল ৬ কোটি টাকা। বিসিবি অবশ্য অফিসিয়ালি জানায়নি কয়টি দরপত্র কেনা হয়েছে এবং জমা দিয়েছে কয়টি।

সর্বশেষ খবর