বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘এ’ দলের ক্রিকেটারদের সামর্থ্য দেখতে শ্রীলঙ্কা যাচ্ছেন ডমিঙ্গো

ক্রীড়া প্রতিবেদক

‘এ’ দলের ক্রিকেটারদের সামর্থ্য দেখতে শ্রীলঙ্কা যাচ্ছেন ডমিঙ্গো

ঘরের মাঠে আরও একটি ব্যর্থ মিশন শেষ হলো বাংলাদেশের। জাতীয় দলের ক্রিকেটারদের পারফম্যান্সে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো যে সন্তুষ্ট নন তা বলার অপেক্ষা রাখে না। সামনে ভারত সফর। কঠিন চ্যালেঞ্জ। এই পরীক্ষার জন্য যাতে ভালো দল গঠন করা হয় সেজন্য জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদেরও দেখে নিচ্ছেন ডমিঙ্গো।

ত্রিদেশীয় সিরিজ শেষে জাতীয় দলের ক্রিকেটারদের ছুটি। তবে ডমিঙ্গো বিশ্রাম না নিয়ে চলে যাচ্ছেন শ্রীলঙ্কায়। বাংলাদেশ ‘এ’ ক্রিকেটারদের পারফরম্যান্স কাছ থেকে দেখবেন তিনি। দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচের সিরিজ খেলতে কয়েক দিন আগেই শ্রীলঙ্কা চলে গেছে ‘এ’ দল। প্রথম চার দিনের মাচটি শুরু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টিতে প্রথম দুই দিনই খেলা না হওয়ায় ম্যাচই পরিত্যক্ত হয়েছে। তবে সেজন্য আক্ষেপ করতে হচ্ছে না। এই ম্যাচ নতুন করে আয়োজন করা হবে, তাই পুরো সিরিজের সূচি নতুন করে করা হচ্ছে। প্রধান কোচ মিডিয়াকে জানিয়েছেন, ‘এখানে আসার পরই আমি বলেছিলাম, যত বেশি সম্ভব ক্রিকেটারকে আমি  দেখতে চাই কাছ থেকে। শ্রীলঙ্কায় এই সফরে যাওয়ার ব্যাপারে বেশ আগেই তাই সিদ্ধান্ত নিয়েছিলাম।’

সর্বশেষ খবর