শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভাবনায় এখন ভুটান

ক্রীড়া প্রতিবেদক

ভাবনায় এখন ভুটান

দুই সপ্তাহের বিশ্রাম শেষে ফের অনুশীলনে নেমেছেন জামাল ভুঁইয়া ও মামুনুলরা। দলের সঙ্গে যোগ দিতে গতকাল সকালে ইংল্যান্ড থেকে ঢাকায় পা রাখেন জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। কাতার বিশ্বকাপ ২০২২ সালের এশিয়ান অঞ্চলের বাছাইপর্ব খেলছে বাংলাদেশ। ১০ অক্টোবর ঢাকায় কাতার এবং ১৫ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে বাছাইপর্বের তৃতীয় ম্যাচ খেলবেন জামালরা। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছিল ১-০ গোলে। ভারতের বিপক্ষে ময়দানি লড়াইয়ে নামার আগে ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি জিতে র‌্যাঙ্কিংয়ের উন্নতির দিকেই লক্ষ্য কোচ জেমি ডে-র। ভুটানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবেন জামাল ও মামুনুলরা ২৯ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর।      

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে সমানতালে লড়াই করে গোলরক্ষকের ভুলে হেরেছিল বাংলাদেশ। যদিও ৯২ মিনিটে সহজ সুযোগ পেয়েছিল দল। কিন্তু নাবীব নেওয়াজ জীবন সেটা মিস করলে হেরে দেশে ফিরতে হয়েছে জাতীয় দলকে। কোচ জেমি বলেন এখন আমার ভাবনায় শুধুই ভুটান। এখানে ভালো করতে পারলে কাতারের বিপক্ষে ছেলেরা উজ্জীবিত হয়ে লড়তে পারবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর