শিরোনাম
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
নিউজিল্যান্ড সফর

প্রস্তুতি ম্যাচে টাইগার যুবাদের বড় জয়

ক্রীড়া প্রতিবেদক

ক্রাইস্টচার্চের নারকীয় ঘটনার পর এই প্রথম কোনো বিদেশি ক্রিকেট দল নিউজিল্যান্ড সফর করছে। প্রথম সফর করা দল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। সফরে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবেন টাইগার যুবারা। মূল লড়াইয়ে নামার আগে গতকাল ক্যান্টারবুরি আমন্ত্রিত একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে তামজিদ, শাহাদাত, তওহিদরা ঝালাই করে নিয়েছেন নিজেদের। প্রস্তুতি ম্যাচে বৃষ্টি হানা দিলেও বড় জয় পেতে কোনো সমস্যা হয়নি এশিয়া কাপের রানার্স-আপ যুবাদের। ডি এল মেথডে যুব দল জয় পেয়েছে ১৪৬ রানে। পাঁচ ম্যাচ সিরিজ শুরু হবে ২৯ সেপ্টেম্বর। পরের চার ম্যাচ ২, ৬, ৯ ও ১৩ অক্টোবর। লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভারে প্রথমে ব্যাট করেন টাইগার যুবারা। ৫০ ওভারের ম্যাচে প্রতিপক্ষ বোলারদের সাধারণ মানে নামিয়ে ৭ উইকেটে ৩৮৮ রানের পর্বতসমান স্কোর গড়ে। ওপেনার তানজিদ হাসান তামিম মাত্র ৭৩ বলে করেন ১০২ রান। অনিক সরকার ২১ বলে ২৬, পারভেজ হোসেন ইমন ৬৯ বলে ৪৮, তওহিদ হৃদয় ৪০ বলে ৫২, শাহাদাত হোসেন ৫১ বলে ৫৭* ও শামিম হোসেন ১৪ বলে ৪২ রান করেন। ৩৮৯ রানের টার্গেটে খেলতে নেমে স্বাগতিকরা ৪৫ ওভার ব্যাট করার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়।

এ সময় দলটির স্কোর ছিল ৭ উইকেটে ১৯৭ রান। এই রানও হতো না। ১১৭ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে সম্মানজনক অবস্থানে নিয়ে যান অষ্টম উইকেট জুটিতে ডানলপ ও হারপার অবিচ্ছিন্ন থেকে ৮০ রান যোগ করে। টাইগার যুবাদের পক্ষে শরীফুল ইসলাম ২০ রানে ও হাসান মুরাদ ৩৯ রানে ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় ও অভিষেক দাস।

সর্বশেষ খবর