শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’

দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলটাকে ফুটবলের ইতিহাসের অন্যতম কেলেঙ্কারি বলে ধরা হয়। ১৯৮৬ ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে গোলবারের ঠিক সামনে থেকে হাত দিয়ে গোল করেন ম্যারাডোনা। তিউনিসিয়ান রেফারি আলি বিন নাসের ম্যারাডোনার চালাকি ধরতে না পেরে গোলের বাঁশি বাজান। এতে ইংলিশরা খেপে যায়। তবে গোলটা বহাল থাকে। সেই ম্যাচে আর্জেন্টিনা জিতে যায়। জেতে সেবার বিশ্বকাপও। ম্যারাডোনাকে নিয়ে আরও একটি কেলেঙ্কারি আছে। ১৯৯৪ সালে বিশ্বকাপের আসর বসে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেবার ডোপ টেস্টে পজিটিভ হন ম্যারাডোনা। আরও একবার সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। ফুটবল ক্যারিয়ার শেষ হওয়ার পরও অবশ্য নানান কেলেঙ্কারি তার পিছু ছাড়েনি।

সর্বশেষ খবর