রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভুটানের বিপক্ষে আত্মবিশ্বাস বাড়ানোর ম্যাচ

আজ প্রীতিম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

স্কোয়াডের ২০ সদস্যের ১০ জনই নতুন। সবাই অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলার। বলা হচ্ছে ভুটান জাতীয় দলের কথা। দলটির দুজন মাত্র ফুটবলার দেশের বাইরে লিগ খেলেন। অধিনায়ক চেনচো গিল্টসেন খেলেন আই লিগে ব্যাঙ্গালুরু এফসিতে এবং লেনদুপ দর্জি খেলেন কাশ্মীরের দ্বিতীয় বিভাগে। এমন একটি দলের বিপক্ষে আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় আন্তর্জাতিক প্রীতিম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ৩ অক্টোবর আরও একটি ম্যাচ খেলবে দুই দল। ম্যাচ দুটি খেলে ১০ অক্টোবর কাতার এবং ১৫ অক্টোবর ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে আত্মবিশ্বাস বাড়াতে চাইছেন বাংলাদেশের কোচ জেমি ডে। তবে কোচের মূল টার্গেট, আত্মবিশ্বাসের পাশাপাশি র‌্যাঙ্কিংয়েও উন্নতি করা।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৮৮। ভুটান ১৮৬। বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছে জেমি ডের দল। আজ ভুটানের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলবেন জামাল ভুঁইয়া, মামুনুল, নাবীব নেওয়াজ জীবনরা। পর্বতবেষ্টিত দলটির বিপক্ষে মাঠে নামার আগে দল পরোপুরি প্রস্তুত বলেন কোচ জেমি ডে, ‘২/৩দিন অনুশীলন ভালো হয়েছে।

সর্বশেষ খবর