সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

শেষ মিনিটে স্বপ্ন শেষ

ভারত ২ ♦ ১ বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

শেষ মিনিটে স্বপ্ন শেষ

শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি। ভাগ্য সহায় না হওয়ায় অতিরিক্ত সময়ের গোলে স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের। অতিরিক্ত সময়ের গোলে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে ভারত। ১-২ গোলে হেরে টানা দ্বিতীয়বার রানার্স আপেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশের যুব দলকে। গত আসরেও নেপালের কাছে হেরে রানার্স আপ হয়েছিল যুবারা। আগের দুই আসরের চ্যাম্পিয়ন ‘হিমালয় দুহিতা’ নেপাল। ফাইনাল হলেও দুই প্রতিবেশীর ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ভরা এবং শারীরিক নির্ভর। সংঘাতপূর্ণ ফাইনালে ভারতের একজন এবং বাংলাদেশের দুজনকে লাল কার্ড দেখান নেপালের রেফারি কাবিকন বানজানকার।

জুনিয়র, সিনিয়র- ক্রীড়াঙ্গনের সব সেক্টরেই বাংলাদেশের প্রবল প্রতিপক্ষ ভারত। দুই প্রতিবেশীর লড়াইয়ে সব সময় থাকে বাড়তি উত্তেজনা। কাঠমান্ডুর ফাইনালও ছিল এর ব্যতিক্রম। প্রথমবারের মতো শিরোপা জিততে দুই দলই আক্রমণাত্মক ফুটবলের পাশাপাশি শারীরিক নির্ভর ফুটবল খেলতে থাকে। এর ফলে দুই দলের তিন ফুটবলার বহিষ্কৃত হন মাঠ থেকে। ২৩ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে লিপ্ত হন। তখন রেফারি বাধ্য হয়ে বাংলাদেশের হৃদয় এবং ভারতের গুরকিরাত সিংকে বহিষ্কার করেন। ৪০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বহিষ্কার হন যুব দলের অধিনায়ক ইয়াসিন আরাফাত। অবশ্য আরাফাত দ্বিতীয় হলুদ কার্ড দেখে সমতাসূচক গোল করার উচ্ছ্বাসে জার্সি খুলে ফেলার অপরাধে।

খেলা যখন টাইব্রেকারের পথে তখনি অতিরিক্ত সময়ে শেষ মিনিটে গোল খেয়ে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে বাংলাদেশের যুবাদের।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর