সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্স

ক্রীড়া প্রতিবেদক

সাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্স

প্রথমবারের মতো খেলতে নেমে সিপিএলে আলো জ্বালাতে পারেননি লিটন দাস। তবে পুরোপুরি ব্যর্থ সেটাও বলা যাবে না। কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে প্রথম ম্যাচেই আলো ছড়ান। বোলিংয়ের পর ব্যাটিংয়েও দারুণ পারফরম্যান্স ছিল সাকিবের। ব্যক্তিগত পারফরম্যান্স উজ্জ্বল। কিন্তু দল জিততে পারেনি। ১ রানে হেরে যায় সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের কাছে। হারলেও প্লে অফের সম্ভাবনা শেষ হয়ে যায়নি বার্বাডোজের। ম্যাচে বল হাতে ৪ ওভার স্পেলের প্রথমটি ছিল মেডেন এবং পরের তিন ওভারে রান দেন ১৪ এবং উইকেট নেন ১টি। ব্যাটিংয়ে ২৫ বলে রান করেন ৩৮। ম্যাচের প্রথম ওভার বল করেন সাকিব এবং সেটা ছিল মেডেন। পরের তিন ওভারে দেন ১৪ তার নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে সেন্ট কিটসের সংগ্রহ ছিল ১৪৯ রান। ১৫০ রানে খেলতে নেমে বার্বাডোজের সংগ্রহ ছিল ১৪৮ রান।

 

সর্বশেষ খবর