সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

দুরন্ত জয় টাইগার যুবাদের

ক্রীড়া প্রতিবেদক

ভাগ্য সহায় না হওয়ায় যুব এশিয়া কাপের শিরোপা জিততে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। ভারতের কাছে হেরে হতাশ হয়েছিলেন আকবর, মৃত্যুঞ্জয়রা। যুব এশিয়া কাপের ফাইনালে হারের কষ্ট নিয়ে অনূর্ধ্ব-১৯ দল এখন নিউজিল্যান্ডে। সেখানে খেলছে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ। গতকাল ক্রাইস্টচার্চে সফরের প্রথম ওয়ানডে হেসে খেলে হারিয়েছে স্বাগতিকদের। অধিনায়ক আকবরের অধিনায়কোচিত ব্যাটিং এবং দুই বাঁ হাতি পেসার মৃত্যুঞ্জয় ও শরীফুলের আগ্রাসী বোলিংয়ে ৬ উইকেটে জিতেছে যুব দল। তখনও ১১.২ ওভার বাকি ছিল ইনিংসের। বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে।    

লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন আকবররা। আমন্ত্রিত একাদশকে ডিএল মেথডে ১৪৬ রানে হারিয়েছিল যুবারা। সেই আত্মবিশ্বাস নিয়ে গতকাল খেলতে নেমে সাঁড়াশি আক্রমণে ব্যতিব্যস্ত করে ফেলে স্বাগতিক ব্ল্যাক ক্যাপস যুবাদের। শরীফুল ও মৃত্যুঞ্জয়ের সাঁড়াশি আক্রমণে বেসামাল হয়ে ৪৮ ওভারে ১৭৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। স্বাগতিকদের পক্ষে উইকেটরক্ষক বেন পোমার সর্বোচ্চ ৪০ রান করেন। ৩০ রান করেন ওলি হোয়াইট। টাইগার যুবাদের পক্ষে মৃত্যুঞ্জয় ২১ রানে ৩ উইকেট। পিছিয়ে ছিলেন না শরীফুলও। তিনিও ৩ উইকেট নেন ৪৪ রানের খরচে। ১৭৭ রানের টার্গেটে খেলতে নেমে খুব বেশি সুবিধা করতে পারেনি টাইগার যুবারা। ৯৯ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা কোণঠাসা হয়ে পড়ে দল। সেখান থেকে পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক আকবর ও শাহাদাত অবিচ্ছিন্ন থেকে দলকে জয় উপহার দেন। দুজনে অবিচ্ছিন্ন থেকে যোগ করেন ৮১ রানের জুটি। শাহাদাত ২৪ রানে অপরাজিত থাকলেও অধিনায়ক খেলেন ম্যাচজয়ী ৬৫ রানের হার না মানা ইনিংস। ৬১ বলের ইনিংসটিতে ছিল ১১টি চার।

সর্বশেষ খবর