সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

পর্যবেক্ষক দল যাবে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

পর্যবেক্ষক দল যাবে পাকিস্তান

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে পাকিস্তান। তিনটি ওয়ানডে ও সম সংখ্যক টি-২০ খেলতে ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কা এখন পাকিস্তানে। সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা চাচ্ছে আগের মতোই আন্তর্জাতিক ম্যাচ খেলতে দলগুলো পাকিস্তান সফর করুক।

পিসিবি চাচ্ছে বাংলাদেশ যেন এফটিপি অনুযায়ী আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে দুটি টেস্ট ও তিনটি টি-২০ ম্যাচ খেলতে যায়। টেস্ট দুটি আবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের। পিসিবির আহ্বানে সাড়া দেওয়ার আগে নিরাপত্তা পরিদর্শক দল পাঠানোর চিন্তা ভাবনা করছে বিসিবি।

গতকাল মিডিয়ার মুখোমুখিতে নিরাপত্তা পরিদর্শক দল পাঠানোর কথা বলেছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, ‘এফটিপি অনুযায়ী পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। দলের বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে। অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা ছাড়পত্র।

বিষয়টি নিয়ে আমরা কাজ করছি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও হাইকমিশনের সঙ্গে। তাদের রিপোর্ট পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ বিসিবি ইতিমধ্যেই পাকিস্তানের অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের প্রতিবেদনের পরপর একটি পর্যবেক্ষক দল পাঠাবে সেখানে।

বাংলাদেশ মহিলা দল এর আগে পাকিস্তান সফর করেছিল। এবারও সফরে যাবে।

সর্বশেষ খবর