সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঢাকায় প্রথম টেস্ট

ঢাকায় প্রথম টেস্ট

ঢাকায় ক্রিকেটে প্রথম টেস্ট অনুষ্ঠিত হয় ১৯৫৫ সালে। তৎকালীন ঢাকা স্টেডিয়ামে কাঠের গ্যালারিতে নির্মিত এ ঐতিহাসিক টেস্টে মুখোমুখি হয় পাকিস্তান ও ভারত। ১ জানুয়ারিতে টেস্টটি শুরু হয়। পাকিস্তান দলকে নেতৃত্ব দেন আবদুল হাফিজ কারদার। ভারতের অধিনায়ক ছিলেন ভেন্যু মানকাট। টেস্টটি ড্র হয়। ম্যাচে পাকিস্তান প্রথম ইনিংসে ২৫৭, দ্বিতীয় ইনিংসে ১৫৮ রানে অল আউট হয়ে যায়। অন্যদিকে ভারত ১৪৮ ও দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে। সঞ্জয় ম্যাঞ্জেকারের বাবা বিজয় ম্যাঞ্জেকার ভারতের পক্ষে টেস্টটি খেলেন। কিংবদন্তি ক্রিকেটার হানিফ মোহাম্মদ খেলেন পাকিস্তানের পক্ষে। ২০০০ সালে নভেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টেস্টে বাংলাদেশের অভিষেক হয় ভারতের বিপক্ষে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর