মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

জাতীয় লিগে ফিটনেস টেস্ট

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় ক্রিকেট খেলতে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। এমনটাই জানিয়েছে বিসিবি। নাইম ইসলাম, আব্দুর রাজ্জাক রাজ, তুষার ইমরান, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ আশরাফুলদের মতো সিনিয়র ক্রিকেটাররা ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের সমালোচনা করেন। জাতীয় দলের ট্রেনার জাতীয় লিগের ক্রিকেটারদের ফিটনেসের মানদ- ‘১১’ করেন। বিপ টেস্টে যে সব ক্রিকেটার এই মানদ- পেরুতে পারবেন, তারাই খেলবেন। যদিও আগের আসরে এটা ছিল ৯। এই মানদ- নিয়ে সমালোচনা করেন সিনিয়র ক্রিকেটাররা। গতকাল বিসিবি টুর্নামেন্ট কমিটির সভা শেষে বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বিষয়টি জানান, ক্রিকেটারদের দলে রাখার বিষয়টি নির্বাচক প্যানেলের উপর ছেড়ে দেন। বিসিবি সিইও জানান, ফিটনেস টেস্টের পাশাপাশি আরও কিছু বিষয় আছে, সেসবকে প্রাধান্য দিবেন নির্বাচকরা।       

বিপ টেস্টে ১১ খুব বেশি স্কোর নয়। কিন্তু জাতীয় দলের বাইরের ক্রিকেটাররা সারা বছর ফিটনেস নিয়ে খুব বেশি কাজ করেন না। আধুনিক সুযোগ সুবিধা না থাকায় সেই সুযোগও কম থাকে ক্রিকেটারদের। এটা ঠিক জাতীয় দলের ক্রিকেটারদের অনেকেরই বিপ টেস্টে ১১ স্কোর থাকে না। তারপরও অপরাপর বিষয়গুলোর জন্য টিকে যান জাতীয় দলে। বিপ টেস্টের পাশাপাশি ম্যাচ ফিটনেসের বিষয়টি প্রাধান্য পায় গতকাল টুর্নামেন্ট কমিটির সভায়। সভা শেষে বিসিবি সিইও বলেছেন, ‘সভায় ফিটনেস বিষয় নিয়ে কথা হয়েছে। ফিটনেস লেবেল মানদ- যখন আগেই নির্ধারিত হয়েছে, চেষ্টা করতে হবে সেটি ধরে রাখতে। এর পাশাপাশি আরও কিছু বিষয় থাকবে। সেটা দেখবেন নির্বাচকরা। তারা বিবেচনা করবেন।’  

দুই স্তরের জাতীয় ক্রিকেট লিগ শুরু হবে ১০ অক্টোবর। খেলা হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম ও খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ।

সর্বশেষ খবর