মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

এ’ দলের ইনিংসে চার হাফসেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

দুর্ভাগ্য জহুরুল ইসলাম অমি ও মোহাম্মদ মিথুনের। দুই টেস্ট ক্রিকেটার শ্রীলঙ্কা সফরে নার্ভাস নাইনটিজের শিকার হয়ে সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচে দুজনেই সাজঘরে ফিরেছেন নব্বইয়ের ঘরে আউট হয়ে। ‘দ্বীপরাষ্ট্র’ সফরে বাংলাদেশ ‘এ’ গতকাল দ্বিতীয় দিন অলআউট হয়েছে ৩৬০ রানে। জহুরুল ও মিথুনের পর হাফসেঞ্চুরি করেছেন বাঁ হাতি ওপেনার সাদমান ইসলাম ও স্পিন অলাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার। সাজঘরে ফিরেন ব্যক্তিগত ২৪ রানে। দ্বিতীয় দিন শেষে সাঙ্গীত কুরের সেঞ্চুরিতে শ্রীলঙ্কা ‘এ’র সংগ্রহ ২ উইকেটে ২০৪। আজ তৃতীয় দিন ১৫৬ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামবে স্বাগতিক ‘এ’ দল।   

সফরে মুমিনুল বাহিনী টস জিতে ব্যাট করতে নামে। জহুরুল, সাদমান ও মিথুনের তিন হাফসেঞ্চুরিতে ৬ উইকেটে ২৭০ রান তুলে প্রথম দিন পার করে। সৌম্য ৮ রানে ও মিরাজ ৭ রানে ব্যাট করছিলেন। গতকাল সৌম্য খেলেন ২৪ রানের ইনিংস এবং মিরাজ সাজঘরে ফেরার আগে করেন ৫৭ রান। ১১৪ বলের ইনিংসটিতে ছিল ৭ চার।

 

সর্বশেষ খবর