বুধবার, ২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ঘরের মাঠে ইন্টারের মুখোমুখি বার্সা

ক্রীড়া ডেস্ক

ঘরের মাঠে ইন্টারের মুখোমুখি বার্সা

অনুশীলনে চেলসির ফুটবলাররা -এএফপি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ডর্টমুন্ডের মাঠে গোল শূন্য ড্র করেছিল বার্সেলোনা। নিজেদের প্রথম ম্যাচে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানও ড্র করেছে চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাগের সঙ্গে। আজ এফ গ্রুপের কঠিন ম্যাচে ন্যু ক্যাম্পে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-ইন্টার মিলান। এর আগে আটবার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে চারবারই জিতেছে বার্সা। ইন্টার মিলান জিতেছে কেবল একবার। তবে বর্তমান পারফরম্যান্সের বিচারে ইন্টার মিলান কিছুটা এগিয়েই থাকছে। বার্সেলোনা দুই ম্যাচ আগেও হেরেছে পুঁচকে দল গ্রানাডার কাছে। অন্যদিকে ইতালিয়ান সিরি এ লিগে টানা ছয় ম্যাচ জিতে দারুণ ছন্দে আছে ইন্টার মিলান। ঘরের মাঠেও তাই নিশ্চিন্ত হয়ে খেলতে পারছে না কাতালানরা। বার্সেলোনার গ্রুপে অপর ম্যাচে মুখোমুখি হবে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ড ও চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাগ।

এদিকে আজ চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। প্রতিপক্ষ অস্ট্রিয়ান ক্লাব রেড বুল স্যালজবার্গ। প্রথম ম্যাচে অলরেডরা নেপোলির কাছে ২-০ গোলে হেরেছিল। নকআউট পর্বের পথ খোলা রাখতে আজ নিজেদের মাঠে জয়টা প্রয়োজন লিভারপুলের। তবে স্যালজবার্গের বিপক্ষে সতর্ক হয়েই খেলতে হবে জার্গেন ক্লপের শিষ্যদের। নিজেদের প্রথম ম্যাচে স্যালজবার্গ বেলজিয়ান প্রতিপক্ষ কেআরসি জেঙ্ককে ৬-২ গোলে হারিয়েছিল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামছে ইংলিশ ক্লাব চেলসিও। ব্লুজরা মুখোমুখি হচ্ছে ফরাসি ক্লাব অলিম্পিক লিলির। প্রথম ম্যাচে চেলসি স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে হেরেছিল। আর আয়াক্স ৩-০ গোলে হারিয়েছিল লিলিকে। আজ ভ্যালেন্সিয়া মুখোমুখি হবে আয়াক্সের। এছাড়াও জি গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে লিপজিগ-লিঁও এবং জেনিত-বেনফিকা।

সর্বশেষ খবর