বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
বিশাখাপত্তম টেস্ট

ওপেনার রোহিতের ‘প্রথম’ সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

ওপেনার রোহিতের ‘প্রথম’ সেঞ্চুরি

এক সেঞ্চুরিতেই সমালোচকদের সমুচিত জবাব রোহিত শর্মার। ওয়ানডে ক্রিকেটে যতটা সফল, বিপরীত চিত্র টেস্ট ক্রিকেটেও। অথচ টেস্ট ক্রিকেট শুরু করেছিলেন স্বপ্নের মতো। টানা দুই টেস্টে সেঞ্চুরি। এরপর পরের ৬ বছর নিজেকে খুঁজে বেড়িয়েছেন। ২৭ টেস্ট ক্যারিয়ারে সেঞ্চুরি সাকল্যে ৩টি। শেষটি করেন আবার ২৩ মাস আগে, ২০১৭ সালের অক্টোবরে। গতকাল প্রথমবারের মতো ওপেন করেন সাদা পোশাকে। ওপেনারের অভিষেকেই বাজিমাত করেন রোহিত। বৃষ্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা বন্ধ হওয়ার আগে নামের পাশে লিখে ফেলেন তিন অংকের জাদুকরি এক ইনিংস। প্রথম দিন শেষে বিশাখাপত্তম টেস্টে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ২০২। রোহিত অপরাজিত ১১৫ রানে এবং আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ব্যাট করছেন ৮৪ রানে। ভারতীয় ক্রিকেট ইতিহাসে অবশ্য রোহিতই প্রথম ক্রিকেটার নন, মিডল অর্ডার থেকে ওপেন করে সেঞ্চুরি করেছেন। বীরেন্দার শেভাগ মিডল অর্ডার থেকে ওপেন করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। রোহিত আগে যে ৩টি সেঞ্চুরি করেছেন, সবগুলো ৬ নম্বর পজিশনে ব্যাট করে। ওয়ানডে ক্যারিয়ারে রোহিতের সেঞ্চুরি সংখ্যা ২৭টি। টেস্টে সেঞ্চুরি ৪টি। গতকাল বৃষ্টিতে খেলা বন্ধ হয় চা বিরতির আগে। তার আগে ১১৫ রানের হার না মানা ইনিংসটি খেলেন ১৭৪ বলে ১২ চার ও ৫ ছক্কায়। মায়াঙ্কের ৮৪ রানের ইনিংসটি সাজানো ১৮৩ বলে ১১ চার ও ৩ ছক্কায়।

নতুন বলে ব্যাটিং করা চ্যালেঞ্জিং। তবে যখন আপনি জানবেন কোন বোলারের বিরুদ্ধে ব্যাট করছেন তখন কাজটা সহজ হয়ে যায়। লাল বলে ইনিংস ওপেন করা অন্যরকম

রোহিত শর্মা

 

সংক্ষিপ্ত স্কোর

ভারত

প্রথম ইনিংস: ২০২/০, ৫৯.১ ওভার (মায়াঙ্ক আগারওয়াল ৮৪*, রোহিত শর্মা ১১৫*)।

সর্বশেষ খবর