শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সুয়ারেজে রক্ষা বার্সার

ক্রীড়া ডেস্ক

সুয়ারেজে রক্ষা বার্সার

ঘরের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ন্যু ক্যাম্পে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও ইন্টার মিলান। মার্টিনেজের গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইন্টার মিলান। বার্সেলোনার মাঠ থেকে জয় নিয়ে বাড়ি ফেরার স্বপ্ন দেখছিল অ্যান্টোনিও কন্তের শিষ্যরা। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে সবকিছু বদলে যায়। যেন নতুন কোনো মন্ত্র জঁপতে জঁপতে মাঠে নামে কাতালানরা। লিওনেল মেসির অনুপস্থিতিতে জ্বলে ওঠেন লুইস সুয়ারেজ। ৫৮ ও ৮৪ মিনিটে দুটি গোল করেন তিনি। বার্সেলোনার ২-১ গোলের জয় নিশ্চিত করলেও বেশ ঘাম ঝরাতে হয়েছে।

ইন্টার মিলান কোচ অ্যান্টোনিও কন্তে তো ম্যাচ শেষে বলেই দিয়েছেন, ম্যাচটাতে ইন্টারেরই জয় পাওয়া উচিত ছিল। কন্তে বলেন, ‘দ্বিতীয়ার্ধের খেলাটা আসলে পুরো ম্যাচটাকেই পাল্টে দিয়েছে। ৬৫তম মিনিট পর্যন্ত আমরা সবকিছুরই জবাব দিয়েছি। এমনকি আমরা হয়তো একটি পেনাল্টিও পেতে পারতাম। কিন্তু প্রতি আক্রমণে তারা সমতা ফেরালো এবং আমরা ছন্দ হারিয়ে ফেললাম।’ সুয়ারেজদের খেলার প্রশংসাও করেছেন কন্তে। এ জয়ে এফ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ড। গত বুধবার ডর্টমুন্ড ২-০ গোলে হারিয়েছে স্লাভিয়া প্রাগকে।

এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার ঘাম ঝরানো জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। প্রথম ম্যাচে ইতালিয়ান ক্লাব নেপোলির কাছে ২-০ গোলে হেরেছিল লিভারপুল। তবে দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে অলরেডরা। অস্ট্রিয়ান ক্লাব রেড বুল স্যালজবার্গকে ৪-৩ গোলে হারিয়েছে লিভারপুল। ম্যাচের প্রথমার্ধেই স্যাডিও মানে, রবার্টসন ও মোহাম্মদ সালাহর গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল লিভারপুল। পিছিয়ে থেকেও ৩-৩ সমতায় ফিরে আসে রেড বুল স্যালজবার্গ। তবে ম্যাচে মোহাম্মদ সালাহর দ্বিতীয় গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। এ জয়েও অবশ্য গ্রুপের দুই নম্বরেই থাকল লিভারপুল। নেপোলি ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে। তারা বেলজিয়ান ক্লাব কেআরসি জেঙ্কের সঙ্গে গোল শূন্য ড্র করেছে বুধবার। এছাড়াও ইংলিশ ক্লাব চেলসি ২-১ গোলে ফরাসি ক্লাব লিলিকে এবং ডাচ ক্লাব আয়াক্স ৩-০ গোলে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়াকে হারিয়েছে। জয় পেয়েছে অলিম্পিক লিঁও এবং রুশ ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর